thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

কংগ্রেস নেত্রীর শিশুকন্যাকে ধর্ষণের হুমকি

২০১৮ জুলাই ০৩ ১২:১৯:৪০
কংগ্রেস নেত্রীর শিশুকন্যাকে ধর্ষণের হুমকি

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের মুম্বাই কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীর মেয়েকে টুইটারে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। খবর- জি নিউজের।

প্রিয়াঙ্কা পুলিশকে জানিয়েছেন, টুইটারে তাকে এবং তার ১০ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তবে অভিযু্ক্ত ব্যক্তির প্রোফাইল পিকচার থেকে তার কোনও পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। টুইটটি পরে মুছেও ফেলা হয়েছে বলে মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

প্রিয়াঙ্কা বলেন, আমাকে সবাই বলেন আমি খুব সাহসী মহিলা। হুমকিতে আমি ভয় পাই না। তবে তারা এটাও জেনে রাখুন আমি মা হিসেবেও সমান সাহসী। তাই আমার সন্তানদের ওপর কোনও আঁচ আসতে দেব না।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর