thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে মাদক ব্যবসায়ীদের ‘গোলাগুলিতে’ নিহত ১

২০১৮ জুলাই ০৪ ১০:২৭:২১
যশোরে মাদক ব্যবসায়ীদের ‘গোলাগুলিতে’ নিহত ১

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় দু’দল মাদক ব্যবসায়ীর ‘গোলাগুলিতে’ অজ্ঞাত যুবক (২৮) নিহত হয়েছেন।

বুধবার (৪ জুলাই) ভোরে চৌগাছা-যশোর সড়কের চান্দাআফরা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সংবাদ আসে যশোর-চৌগাছা সড়কের চান্দাআফরা এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। এ সময় ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় গুলিবিদ্ধ এক যুবক পড়ে আছে।

তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। এর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর