thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

ফিলিস্তিনি শতাধিক নারী ইসরাইলি বাহিনীর গুলিতে আহত

২০১৮ জুলাই ০৪ ১০:৩৩:১৫
ফিলিস্তিনি শতাধিক নারী ইসরাইলি বাহিনীর গুলিতে আহত

দ্য রিপোর্ট ডেস্ক : অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক নারীকে আহত করেছে ইসরাইলি বাহিনী।

নিরপরাধ ফিলিস্থিনি শিশু ও যুবকদের গুলি করার প্রতিবাদে মঙ্গলবার গাজায় ইসরাইলি সীমান্তের কাছে কয়েক হাজার নারী ও শিশু বিক্ষোভ মিছিল বের করলে তাতে গুলি চালান ইহুদিবাদী দেশটির সেনা সদস্যরা। এতে কমপক্ষে ১৩৪ নারী ও শিশু গুলিবিদ্ধ হন। খবর- আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা এক বিবৃতিতে জানান, ১৯৪৮ সালের পর থেকে সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে দখলদার ইসরাইলি বাহিনী। বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা গত ৩০ মার্চ থেকে নিজেদের বাড়ি ফিরে পেতে নতুন করে আন্দোলনে নেমেছেন। শান্তিপূর্ণ এ আন্দোলনে ইসরাইলি বাহিনী গুলি করে এ পর্যন্ত শিশুসহ ১৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

মঙ্গলবার গাজার বিভিন্ন এলাকা থেকে সীমান্তের কাছে শিশুসন্তানদের সঙ্গে নিয়ে দুই লক্ষাধিক ফিলিস্তিনি নারী বিশাল বিক্ষোভ মিছিল বের করে। ইসরাইলের এ বর্বর আচরণে নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর