thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২০১৮ জুলাই ০৪ ১২:৩২:০১
রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাইকের চালক।

বুধবার (৪ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে বিমানবন্দর গোল চক্কর থেকে ২০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নাজমুল হাসান ফুয়াদ (৩৫) তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা খাতের কোম্পানি এডিএন টেলিকমের রেভিনিউ অ্যাসুরেন্স বিভাগের সিনিয়র অফিসার ছিলেন।

সকালে দক্ষিণ খানের বাসা থেকে একটি রাইড শেয়ারিং কোম্পানির মোটরসাইকেলে মহাখালীতে অফিসে যাওয়ার পথে নাজমুল দুর্ঘটনায় পড়েন বলে এডিএন টেলিকমের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স আবদুল আলীম জানান।

বিমানবন্দর থানার এসআই মো. শরিফ হোসেন গণমাধ্যমকে জানান, বিআরটিসির একটি দোতলা বাস পেছন থেকে ওই মোটর সাইকেলে ধাক্কা দিলে আরোহীরা ছিটকে পড়ে যান। বাসটির একটি চাকা নাজমুলের মাথার ওপর দিয়ে চলে গেল ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক মিরাজুল ইসলামও আহত হয়েছেন। তাকে হাসপাতাল পাঠানো হয়েছে। পুলিশ বিআরটিসির বাস ও চালক আজিজুল হক সোহাগকে গ্রেপ্তার করেছে।

প্রায় চার বছর ধরে এডিএন গ্রুপে কাজ করছিলেন নাজমুল; গতবছর শেষ দিকে বিয়ে করেছিলেন। নাজমুলের বাবা একসময় জীবন বীমায় চাকরি করতেন বলে আবদুল আলীম জানান।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর