thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে নতুন মাদক ‘ট্রাম্প পিল’

২০১৮ জুলাই ০৪ ১৩:০৭:২২
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে নতুন মাদক ‘ট্রাম্প পিল’

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে নতুন এক ধরনের উত্তেজক মাদক, যা দেখতে হুবহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের মতো৷

এ মাদক মানুষের শরীরে এক ধরনের বিশেষ উত্তেজনা সৃষ্টি করে। এর ব্যবহারে শরীরে যৌন চাহিদা বাড়ে। নাইট পার্টিসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়।

সম্প্রতি ইন্ডিয়ানা রাজ্য থেকে এই মাদকের ট্যাবলেটগুলো উদ্ধার করে পুলিশ৷

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কমলা রঙের ট্যাবলেটগুলো ইন্ডিয়ানাসহ আশপাশের রাজ্যগুলোতে পাচার করার জন্যই সেখানে জমা করা হয়েছিল৷

ট্যাবলেটগুলো উদ্ধারের পর প্রথমে অবাকই হয়েছিল পুলিশ। কারণ এতে শুধু ট্রাম্পের মুখের আকারই নয়, প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি যে স্লোগান ব্যবহার করেছিলেন তা লেখা রয়েছে ট্যাবলেটের পেছনে। আবার কোনো কোনোটির পেছনে খোদাই করা রয়েছে ট্রাম্পের নাম৷

পুলিশ আরও জানায়, আগামী দিনেও এ মাদক উদ্ধার অভিযান বজায় রাখবেন তারা৷ এ জন্য পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালানো হবে।

এরই মধ্যে এ মাদকের সঙ্গে জড়িত অভিযোগে ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর