thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি

২০১৮ জুলাই ০৪ ২২:১৭:৪৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচ বাংলাদেশি নিহত ও ১১ জন আহত হয়েছেন।

বুধবার দেশটির স্থানীয় সময় ভোর পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনা কবলিত বাসটিতে মোট ১৬ জন বাংলাদেশি ছিলেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহত ১ জনের পরিচয় নিশ্চিত করেছে জেদ্দায় বাংলাদেশ মিশন। তিনি নড়াইলের মহিষউলা গ্রামের মহসিন হোসেনের ছেলে মনিরুল ইসলাম।

আহতদের মধ্যে কিং ফাহাদ হাসপাতালে চারজন, কিং আব্দুল আজিজ হাসপাতালে দুইজন, সৌদি জার্মান হাসপাতালে তিনজন ও কিং আব্দুল্লাহ হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশের জেদ্দা মিশনের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বুধবার রাতে সমকালকে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খুঁটিতে লেগে উল্টে যায়। এতে থাকা বাংলাদেশিরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করে সৌদি কর্তৃপক্ষ। নিহত ও আহতদের পুরো তালিকা এখনও সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি।

তবে স্থানীয় প্রবাসীদের উদ্ধৃতি দিয়ে একাধিক সংবাদ মাধ্যমের খবরে কমপক্ষে ছয় জন নিহত হওয়ার কথা বলা হয়।

এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মাতো সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটল। ২৫ জুন উমরা করে মদীনা থেকে জেদ্দায় ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হন।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর