thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বেনাপোলে অস্ত্র-গুলিসহ যুবক আটক

২০১৮ জুলাই ০৫ ০৯:০৩:৫৮
বেনাপোলে অস্ত্র-গুলিসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র ও গুলিসহ হাফিজুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের গাতিপাড়ার সিরাজ ব্যাপারীর ছেলে।

বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মোছাদেক্কুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দু'টি ম্যাগজিন পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্টথানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, আটক যুবককে বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর