thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঝিনাইদহে আ’লীগের২ গ্রুপের সংঘর্ষ, আহত ১২

২০১৮ জুলাই ০৫ ১১:০৬:২৭
ঝিনাইদহে আ’লীগের২ গ্রুপের সংঘর্ষ, আহত ১২

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার রয়েড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাব্দার হোসেন মোল্লা এবং আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান বাবুলের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে । গত শুক্রবার (২৯ জুন) মিজানুর রহমান বাবুলের কয়েকশ’ সমর্থক সাব্দার মোল্লা গ্রুপে যোগদান করে। এরই জের বৃহস্পতিবার সকালে রয়েড়া গ্রামে উভয়গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হয় এবং বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর