thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

পিছলে পড়ে রাশেদ খান মেনন হাসপাতালে

২০১৮ জুলাই ০৫ ১১:২৫:৩৬
পিছলে পড়ে রাশেদ খান মেনন হাসপাতালে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে মন্ত্রী মিন্টু রোডের তার সরকারি বাসভবনের সামনের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এমআই প্রধান।

তিনি জানান, বর্তমানে মন্ত্রী স্কয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসারত অবস্থায় আছেন।

তিনি জানান, মন্ত্রীর বাম পায়ের হীপ জয়েন্টের হাড় ভেঙে গেছে। হাসপাতালের ডাক্তার অতিদ্রুত সার্জারি করতে নির্দেশনা দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর