thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বাসি পাউরুটি দিয়ে তৈরি মজার খাবার

২০১৮ জুলাই ০৫ ১৪:১২:৩২
বাসি পাউরুটি দিয়ে তৈরি মজার খাবার

দ্য রিপোর্ট ডেস্ক : পাউরুটি দুদিন পরই বাসি হয়ে যায়। বাসি হয়ে অনেকটা শক্তও হয়ে যায়। অনেকে এমন পাউরুটি ফেলেই দেন। কিন্তু এই পাউরুটি দিয়েই তৈরি করা যায়মজার একটি খাবার।

জেনে নিন বাসি পাউরুটি দিয়ে তৈরি দারুণ মজার খাবার ‘ব্রেড উপমা’ তৈরির রেসিপি-

উপকরণ :

– ৪/৫ পিস পাউরুটি
– ৩ টি টমেটো ছোটো কিউব করে কাটা
– ২ টি পেঁয়াজ কুচি
– ৩/৪ টি মরিচ কুচি
– ১ চা চামচ কাবাব মসলা
– ১ চা চামচ হলুদ গুঁড়ো
– ১ চা চামচ সরিষা দানা
– লবণ স্বাদমতো
– ১-২ টেবিল চামচ তেল
– বাটার
– ধনে পাতা কুচি

পদ্ধতি :
– প্রথমে পাউরুটি টোস্টার বা ইলেকট্রিক ওভেন বা চুলায় ফ্রাইংপ্যানে দিয়ে টোস্ট করে নিন। এরপর পাউরুটির উপরে বাটার লাগিয়ে দিন ও একটি ধারালো ছুরি দিয়ে ছোটো ছোটো কিউব আকারে কেটে নিন।

– একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। এতে সরিষা দানা ছেড়ে ফুটতে দিন। ফুটে উঠলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত নেড়ে এতে টমেটো দিয়ে দিন। এরপর এতে দিন হলুদ ও কাবাব মসলা। ভালো করে নেড়ে টমেটো নরম করে নিন।

– এরপর স্বাদ বুঝে লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন ও টোস্ট করে রাখা পাউরুটির টুকরো দিয়ে দিন। আঁচ বাড়িয়ে কয়েক মিনিট নেড়ে ভালো করে মিশিয়ে নিন।

– এরপর উপরে ধনেপাতা কুচি ছিটিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নামিয়ে নিন। ব্যস, এবার গরম গরম পরিবেশন করুন দারুণ মজার ‘ব্রেড উপমা’।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর