thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জাতীয় নির্বাচন কারও জন্য থেমে থাকবে না: অর্থমন্ত্রী

২০১৮ জুলাই ০৫ ১৮:১০:৪০
জাতীয় নির্বাচন কারও জন্য থেমে থাকবে না: অর্থমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনে আসুক বা না আসুক তাতে নির্বাচন থেমে থাকবে না। কমিশন যথা সময়ে নির্বাচনের ব্যবস্থা করবে।’

দিনাজপুরের পার্বতীপুরে নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনা যখনই সরকারে থাকেন তখনই দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়। শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের উন্নয়নের ধারাবাহিকতা চলমান রাখতে প্রত্যেক শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এলক্ষ্যে সরকার শিক্ষাখাতে বরাদ্দের হার বাড়িয়েছে। চলতি বছর বাজেটে ৬৫ হাজার ৯৫ কোটি টাকা শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয়েছে।’

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে মুহিত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধি অনুযায়ী ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়ে জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন। তাই এ নিয়ে অহেতুক আন্দোলন করার কোনও যৌক্তিকতা নেই।’

অর্থমন্ত্রী বলেন, ‘বিজ্ঞানভিত্তিক ও যুগোপযোগী পাঠদানে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে, যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম উন্নতির ধারাবাহিকতা এগিয়ে নিতে পারে। শিক্ষার গুণগত পদ্ধতি সফল করতে সরকার সব ধরনের পরিকল্পনা গ্রহণে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পার্বতীপুরের এই পল্লিতে ২০১৭ সালে ২১ জুন ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ২ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে আধুনিক পদ্ধতিতে নির্মিত চার তলা ভবনই প্রমাণ করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা তৃণমূল পর্যায়ে কিভাবে এগিয়ে যাচ্ছে। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় পার্বতীপুর উপজেলাতেও উন্নয়নের সাফল্য অব্যাহত থাকাবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ ম মু নুরুল আনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। উপস্থিত ছিলেন সাবেক সচিব ও অনির্বাণ বাংলাদেশের চেয়ারম্যান লুৎফুল্লাহিল মজিদ, দিনাজপুরের জেলা প্রশাসক আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার হামিদুল আলম, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা বোর্ডের সচিব আমিনুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর