thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীসহ ৬ জনের মৃত্যুদণ্ড

২০১৮ জুলাই ০৫ ২০:৪৩:১৪
স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীসহ ৬ জনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: ধামরাইয়ে যৌতুকের জন্য কেরোসিন দিয়ে পুড়িয়ে এক গৃহবধূ হত্যায় স্বামীসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার ৯ নম্বর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ উদ্দিন বৃহস্পতিবার বিকেলে এই রায় ঘোষণা করেন।

এ সময় আসামিদের মধ্যে শুধু নিহত সামিনার (১৮) স্বামী জাফর আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন। তারা হলেন- আব্দুর রহিম, জাহাঙ্গীর, খালেক, ফ্যালা মিয়া ও রোকেয়া।

মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে এই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর শহীদউদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, ২০০৫ সালের ৭ জুন ধামরাই দক্ষিণ পাড়ায় মাত্র ১০ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূ সামিনাকে পুড়িয়ে মারা হয়। এই ঘটনায় তার মা নাজমা বেগম মামলা দায়ের করেন। এই মামলায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর