thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

২০১৮ জুলাই ০৬ ০৯:২৪:২০
যশোরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোর অফিস: যশোর শহরের শঙ্করপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তিনি নিহত হন।

শহরের শঙ্করপুর বাবলাতলা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাহিয়ান বলেন, ওই এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে তারা খবর পান। সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ ছাড়াও একটি ওয়ান শুটারগান, একটি গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, মাথায় গুলিবিদ্ধ হওয়ায় ওই যুবক মারা গেছেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর