thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-উরুগুয়ে

২০১৮ জুলাই ০৬ ২০:২৩:১২
প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-উরুগুয়ে

দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল শুরু হলো শুক্রবার।

দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয়েছে আর্জন্টিনাকে বিদায় করে শেষ আটে আসা ফ্রান্স এবং পর্তুগালকে বিদায় করে আসা উরুগুয়ে। উত্তেজনাকর এই ম্যাচে উরুগুয়ে শিবিরে আছে দুঃসংবাদ। চোটের কারণে ফর্মে থাকা ফরোয়ার্ড এডিনসন কাভানিকে পাচ্ছে না উরুগুয়ে। পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোতে ২টি গোলই কাভানি করেছিলেন। তার বদলে একাদশে খেলবেন ক্রিশ্চিয়ান স্তুয়ানি। এই একটি ছাড়া একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে ফ্রান্স একাদশেও আছে একটি পরিবর্তন। এক ম্যাচ নিষিদ্ধ ব্লেইস মাতুইদির জায়গায় খেলছেন কোরোঁতাঁ তোলিসো।

উরুগুয়ে একাদশ: ফের্নান্দো মুসলেরা, মার্তিন কাসেরেস, হোসে মারিয়া হিমেনেস, দিয়েগো গদিন, দিয়েগো লাক্সালত, লুকাস তররেইরা, নাহিতান নান্দেস, মাতিয়াস বেসিনো, রদ্রিগো বেন্তানকুর, ক্রিস্তিয়ান স্তুয়ানি, লুইস সুয়ারেস।

ফ্রান্স একাদশ: উগো লরিস, বাঁজামাঁ পাভার্দ, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, লুকা এরনঁদেজ, পল পগবা, এনগোলা কঁতে, কিলিয়ান এমবাপে, অঁতোয়ান গ্রিজমান, কোরোঁতাঁ তোলিসো, অলিভিয়ে জিরুদ।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর