thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

২০১৮ জুলাই ০৭ ০৯:৩১:০৩
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। এসব এলাকায় শাকসবজি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বসতবাড়ি ও রাস্তাঘাটের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। এর মধ্যে ১০টি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে। পাহাড়ি ঢলে প্রায় ৩শ’ হেক্টর জমির ফসল ও বীজতলা নিমজ্জিত হয়েছে। পানিবন্দি লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে- উজানের ঢল কম আসায় সিলেটে নদ-নদীর পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখনো কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যায় কদমতলা এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ যুবক আবদুর রশিদের লাশ শুক্রবার উদ্ধার করা হয়েছে। নিহত রশিদ পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল (ইসলামাবাদ) গ্রামের ইরফান আলীর ছেলে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর