thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পাবনায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

২০১৮ জুলাই ০৭ ১০:০১:৪৫
পাবনায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের সড়কে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ জুলাই) ভোরে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল এলাকায় চাটমোহর-মান্নান নগর সড়কের ওপর থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

মৃত ওই ব্যক্তি চেক লুঙ্গি ও গায়ে খয়েরি রঙের হাফ হাতা শার্ট পরিহিত অবস্থায় ছিলেন।

এ ব্যাপারে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, স্থানীয়রা রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাথায় ও হাতে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়েছে।

মৃত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর