thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মৌলভীবাজারে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

২০১৮ জুলাই ০৭ ২১:০২:০৮
মৌলভীবাজারে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর নামকস্থানে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে, শেরপুর থেকে মৌলভীবাজারের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দুইজন।

মৌলভীবাজার সদর মডেল থানার এসআই গিয়াস জানান, দুর্ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসার পর আরও দুইজন মারা যান।

এদিকে আহত অপর চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ রায় জানান, এখন পর্যন্ত ছয়টি লাশ হাসপাতালে এসেছে। গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনকভাবে সিলেট পাঠানো হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, শনিবার বিকেলে সিলেটগামী একটি প্রাইভেটকার ও মৌলভীবাজারগামী সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে চারজন সিএনজি অটোরিকশা যাত্রী মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর