thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

২০১৮ জুলাই ০৮ ০৮:২৯:১৪
রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুর প্রতিনিধি : রংপুরে কার্ভাডভ্যান ধাক্কায় একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার নিহত হয়েছেন। নিহতের নাম তালেবুল ইসলাম।

শনিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তালেবুল ইসলাম মোটরসাইকেলে করে নগরীর কামাল কাছনা মহল্লার বাসায় ফেরার পথে পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত তালেবুল ইসলাম নগরীর কামাল কাছনা এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। তিনি একুশে টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রযোজক সিফাত তন্ময়ের বাবা।

এদিকে দুর্ঘটনার পরপরই পথচারী ও এলাকাবাসীরা কাভার্ডভ্যানটি আটক করলেও ড্রাইভার ও হেলপারকে আটক করতে পারেনি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিঞা জানান, কাভার্ডভ্যানটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা যায়নি। তবে তাদের ধরার চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর