thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

আশুলিয়ায় বাসচাপায় শিল্প পুলিশ সদস্য নিহত

২০১৮ জুলাই ০৮ ১২:৪৫:১০
আশুলিয়ায় বাসচাপায় শিল্প পুলিশ সদস্য নিহত

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বাসচাপায় উইলিয়াম মার্টি (২০) নামে শিল্প পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রবিবার (৮ জুলাই) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

উইলিয়াম আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ-১ এর কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে দায়িত্ব পালন অবস্থায় উইলিয়াম নিশ্চিন্তপুর এলাকায় রাস্তা পারাপারে সময় আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পরে অন্য পুলিশ কর্মকর্তারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা ধাওয়া করে ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়েছেন।

শিল্প পুলিশ ১ এর পরিচালক শানা শামিনুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর