thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

২০১৮ জুলাই ০৯ ০৮:০১:৫৯
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৪ সালের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল রবিবার (৮ জুলাই) প্রকাশ করা হয়েছে। এতে ২৯ হাজার ৫৫৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ২০ এপ্রিল থেকে ৪ ধাপে এ পরীক্ষা সম্পন্ন হয়।

এতে ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে যা নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন কোটায় অংশগ্রহণকারীদের সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি আগামী ১৮ জুলাইয়ের মধ্যে নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তার সত্যায়িত হতে হবে।

এসব সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দেয়ার সময় মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দেখাতে হবে। মৌখিক পরীক্ষা বোর্ডে প্রদর্শনের জন্য সব মূল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে প্রার্থীকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হবে এবং প্রার্থীদের অনুকূলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কার্ড ইস্যু করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর