thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত ২ মাদক ব্যবসায়ী নিহত

২০১৮ জুলাই ১০ ০৯:১৯:৩০
‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত ২ মাদক ব্যবসায়ী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাদিম ওরফে পঁচিশসহ (৩৫) ও ইব্রাহিম ওরফে পাইলট বাবু (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুলাই) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মিরপুরের বেড়িবাঁধ এলাকায় পৃথক এ দু’টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত নাদিম ওরফে পঁচিশ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী। আরেক জন মিরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম ওরফে পাইলট বাবু ।

ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, ভোরে নারায়ণঞ্জের রূপগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জেনেভা ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নিহত হয়েছেন।

আর বেড়িবাঁধ এলাকায় আরেকটি বন্দুকযুদ্ধের ঘটনায় মিরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম ওরফে পাইলট বাবু নিহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর