মঙ্গলবার বিশ্বকাপের বাছাইপর্বে ইউনাইটেড আরব আমিরাত নারী দলকে ১৬.২ ওভারে মাত্র ৩৯ রানে গুটিয়ে দেয় লাল-সবুজের দল। পরে বাংলাদেশের মেয়েরা জয়ে নোঙর ফেলেছে ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে।
এদিন শুরু থেকেই দারুণ বোলিং করেছে বাংলাদেশ। সেনেভিরাত্নাকে রানআউট করে প্রথম উইকেট আসে। হোটচান্দানিকেও রানআউটে ফেরায় বাংলাদেশ। বাকি ৮টি উইকেট ভাগ করে নিয়েছেন তিন বোলার।
রুমানা আহমেদ ২ ওভারে এক মেডেনে ৪ রানে ২টি, আর নাহিদা আক্তার ২.২ ওভারে মাত্র ২ রানে ২ উইকেট নেন। রুমানা ১৩তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নেন। সেখানে নাহিদা ১৬তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। কিন্তু প্রতিপক্ষ অলআউট হয়ে যাওয়ায় আর সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা হয়নি তার।
তার আগেই হ্যাটট্রিক তুলে নেন ফাহিমা খাতুন। ৪ ওভারে ৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে নিজের বোলিং কোটা শেষ করেন। ইনিংসের ১২তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে হ্যাটট্রিক পূর্ণ করেন লেগস্পিনার ফাহিমা। হ্যাটট্রিকের প্রথম ও দ্বিতীয় উইকেটটি আসে ক্যাচে, আর তৃতীয় উইকেটটি আসে প্রতিপক্ষের ব্যাটারকে এলবিডব্লিউ করে।
বাংলাদেশ নারী দলের হয়ে আগে ওয়ানডে হ্যাটট্রিকের দেখা মিললেও টি-টুয়েন্টিতে এটিই প্রথম হ্যাটট্রিক সাফল্য। রুমানা গত বছর আয়ারল্যান্ড সফরে ওয়ানডে হ্যাটট্রিকটি করেছিলেন।
জবাব দিতে নেমে ২ রান করা আয়েশা রহমান ও ৩ চারে ৯ বলে ১৫ রান করা সানজিদা ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। ৩ চারে ২২ বলে অপরাজিত ২১ রান করে নিগার সুলতানা ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সঙ্গী রুমানা কোনো বল মুখোমুখি হওয়ারই সুযোগ পাননি।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১০,২০১৮)