thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

জিকিউ বলপেনের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি

২০১৮ জুলাই ১১ ১৪:৪০:৪১
জিকিউ বলপেনের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেনের শেয়ার দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

বুধবার (১১ জুলাই) এ জন্য বিনিয়োগকারীদের সতর্ক করতে তথ্যও প্রকাশ করেছে ডিএসই।

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ১০ জুলাই নোটিশ পাঠানো হয়। জবাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৫ জুলাই জিকিউ বলপেনের প্রতিটি শেয়ারের দাম ছিল ১০৮ টাকা, যা টানা চার কার্যদিবস কমে ৯ জুলাই দাঁড়ায় ৯৯ টাকায়। এরপর ১০ জুলাই শেয়ারের দাম কিছুটা বেড়ে ১০০ টাকা হয়।

এই দাম বাড়ার প্রেক্ষিতেই ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয় এবং কোম্পানি কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়। তবে বুধবার কোম্পানিটির শেয়ারের দাম বৃদ্ধি অব্যহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৬০ পয়সা।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর