thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

এসকোয়্যার নিটের কাট-অফ প্রাইস ৪৫ টাকা!

২০১৮ জুলাই ১২ ১৬:০০:২৬
এসকোয়্যার নিটের কাট-অফ প্রাইস ৪৫ টাকা!

দ্য রিপোর্ট ডেস্ক : এসকোয়্যার নিট কম্পোজিটের নিলামে কাট-অফ প্রাইস ৪৫ টাকা স্পর্শ করেছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এ দরই সম্ভবত হতে যাচ্ছে চূড়ান্ত কাট-অফ প্রাইস।

বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুর ১টায় এই চিত্র দেখা গেছে। তবে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারনের লক্ষ্যে এই বিডিং চলবে বিকাল ৫টা পর্যন্ত। এর আগে সোমবার (৯ জুলাই) বিকাল ৫টায় বিডিং শুরু হয়।

কোম্পানিটির নিলামে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৯৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার, যা নিলামের ৬৮ ঘন্টায় প্রস্তাবকারীদের ৪৫ টাকা থেকে সর্বোচ্চ ৪৬ টাকার প্রস্তাবিত দরে পূরণ হয়েছে।

বিডিংয়ের ৬৮ ঘন্টায় ৩০০ জন বিডার দর প্রস্তাব করেছেন। এরমধ্যে ৪৫ টাকা দরে সবচেয়ে বেশি ৫০ জন বিডার দর প্রস্তাব করেছেন। এই ৫০ জন বিডার ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ১০০টি শেয়ার ৮৯ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৫০০ টাকায় কেনার জন্য দর প্রস্তাব করেছেন। এরপরে ৩০ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দর প্রস্তাব করেছেন ৪৭ জন বিডার এবং তৃতীয় সর্বোচ্চ ৩৩ জন ৩৫ টাকা করে দর প্রস্তাব করেছেন।

বিডিংয়ে ৩০০ জন বিডার ৪৬ টাকা থেকে ১৫ টাকায় দর প্রস্তাব করেছেন। এবং ৫২৪ কোটি ৫১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করেছেন।

এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেড শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। এরমধ্যে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৯৩ কোটি ৭৫ লাখ টাকা। এই বরাদ্দকৃত টাকার উপরে বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত হবে কাট-অফ প্রাইস।

এর আগে গত ২৩ জানুয়ারি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়।

শেয়ারবাজার থেকে উত্তোলনযোগ্য টাকা দিয়ে এসকোয়্যার নিটের ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ, ডাইং ও ওয়াশিং প্লান্টের জন্য যন্ত্রপাতি কেনা হবে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা। আর ২০১৭ সালের ৩০ জুন পুনর্মূল্যায়ন পরবর্তী নিট শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫.৮৩ টাকা।

উল্লেখ কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিডে। আর রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর