thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

মাদকবিরোধী অভিযানে দুই জেলায় গুলিতে নিহত ২

২০১৮ জুলাই ১৩ ১০:১৮:২৬
মাদকবিরোধী অভিযানে দুই জেলায় গুলিতে নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক: মাদকবিরোধী অভিযানে টাঙ্গাইল ও যশোরে আরও দুইজন গুলিতে নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল সদরে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

আর যশো‌রের চৌগাছায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়ে পুলিশ বলেছে, তার লাশের পাশে ইয়াবার প্যাকেট ছিল।

প্রধানমন্ত্রীর নির্দেশে মে মাসে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রায় প্রতি রাতেই কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতাদের’ নিহত হওয়ার খবর দিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ধরনের ঘটনায় গত দুই মাসে প্রায় দুইশ মানুষের মৃত্য হয়েছে। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইল

টাঙ্গাইলে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে আফজাল হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে টাঙ্গাইল র‌্যাব-১২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, ‘আফজাল ছিল পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনের একাধিক মামলা রয়েছে।’

ঘটনার বিবরণে মেজর রবিউল বলেন, ‘মাদক বিক্রেতারা একটি চালান ভাগাভাগি করছে খবর পেয়ে ভোরে র‌্যাব সদস্যরা বেগুনটালে অভিযানে যায়।’

‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির পর আফজালকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পাওয়া যায়।’

তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি বলছেন, এই অভিযানে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, ২০০ বোতল ফেনসিডিল এবং ১০৪২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

য‌শোর

যশো‌রের চৌগাছায় রতন (২৭) না‌মে এক যুবকের লাশ উদ্ধারের পর পুলিশ বলেছে, দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দি‌কে চৌগাছা-যশোর সড়‌কের কয়ারপাড়া এলাকা থেকে রতনের লাশ উদ্ধারের সময় সেখানে অস্ত্র ও মাদক পাওয়া গেছে বলে চৌগাছা থানার ওসি খোন্দকার শা‌মিম উদ্দিন জানিয়েছেন।

নিহত রতন উপ‌জেলার দীঘল‌সিংগা গ্রা‌মের আবু বাক্কা‌রের ছে‌লে। পরিবার বলছে, বৃহস্প‌তিবার দুপুরের পর থেকে রতনের কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা।

রতনের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা- তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি চৌগাছা থানার ওসি।

তিনি বলেন, গভীর রাতে কয়ারপাড়া এলাকায় ‘সন্ত্রাসীদের মধ্যে গোলাগু‌লির’ খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পু‌লিশ ঘটনাস্থলে পৌঁছা‌লে সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়। পরে সেখানে একজ‌নের গুলিবিদ্ধ লাশ, এক‌টি ওয়ান শুটারগান, এক রাউন্ড গু‌লি ও এক প্যা‌কেট ইয়াবা প‌ড়ে থাক‌তে দেখা যায়।

পরে পু‌লিশ লাশটি য‌শোর জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পা‌ঠায় বলে জানান ওসি।

এদিকে রতনের বাবা আবু বাক্কার বলেন, তা‌র ছে‌লে বৃহস্প‌তিবার বেলা আড়াইটার দি‌কে ‘পাওনা টাকা’ আনতে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বা‌ড়ি থে‌কে বেরিয়ে যায়। সন্ধ্যার পরও না ফেরায় তারা ফোন করেন। কিন্তু রতন ফোন না ধরায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

শুক্রবার ভোরে আমা‌দের একজন প‌রি‌চিত লোক য‌শোর সদর হাসপাতাল থে‌কে ফোন ক‌রে জানায়, হাসপাতা‌লে রত‌নের মত দেখ‌তে একজ‌নের লাশ র‌য়ে‌ছে। ওই খবর পেয়ে মর্গে গিয়ে রতনের লাশ শনাক্ত করেন বাক্কার ও তার স্ত্রী ফরিদা বেগম।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর