thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

টেকনাফে পাহাড়ি ছড়া থেকে দুজনের লাশ উদ্ধার

২০১৮ জুলাই ১৩ ১৭:২০:১৬
টেকনাফে পাহাড়ি ছড়া থেকে দুজনের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি ছড়া থেকে ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা যুবকসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুলাই ২০১৮) দুপুর ২টার দিকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহতরা হলেন- মৃত আবুল বশরের ছেলে শামসুল হুদা (২৮)। তিনি বর্তমান স্থানীয় মেম্বার নুরুল হুদার মেম্বারের ছোট ভাই। অপরজন অনিবন্ধিত শরণার্থী শিবিরের বি ব্লকের আব্দুর রহিম প্রকাশ লাল বুইজ্জার ছেলে রহিম উল্লাহ।

স্থানীয়রা জানায়, তারা ইয়াবা ব্যবসায়ী। দু’দলের আধিপত্য ও ইয়াবা ব্যবসায় বনিবনা না হওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, পাশের ক্যাম্পের রোহিঙ্গারা প্রতিদিনের মতো পাহাড়ের দিকে গেলে ছড়ার পানিতে ভাসমান লাশ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্থানীয় লোকজন লাশ দুটি উদ্ধার করে তাদের শনাক্ত করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এসএম আতিকুল্লাহ বলেন, এটি একটি হত্যাকাণ্ড। এই বিষয়ে বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর