thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

শনিবার বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট

২০১৮ জুলাই ১৩ ১৯:৫৯:৫০
শনিবার বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১ শ ২৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এখন দেশের বিভিন্ন এলাকা থেকে হজ ক্যাম্পে এসে হজযাত্রীরা তাদের প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন।

ঢাকার আশকোনা হজক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্রসহ হজযাত্রী ছাড়া কাউকে এ বছর প্রবেশ করতে দেয়া হচ্ছে না। প্রথম ফ্লাইটে যাত্রী হতে পেরে খুশি আল্লাহর এই মেহমানরা।

সরকারি বেসরকারি মিলে এখন পর্যন্ত ৩১ হাজার ১৯ জনের হজ ভিসা হয়েছে। ঢাকার সৌদি দূতাবাসে ভিসার জন্য পাসপোর্ট জমা আছে ৫০ হাজারের মতো।

শনিবার প্রথম ফ্লাইট ছাড়াও বিমানের আরো ৩টি ফ্লাইট রয়েছে। সাউদিয়ার রয়েছে আরো ৪টি ফ্লাইট।

(দ্য রিপার্ট/একেএমএম/জুলাই ১৩,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর