thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

পৌঁছেই গ্রেপ্তার নওয়াজ শরীফ

২০১৮ জুলাই ১৩ ২৩:২৫:৪৪
পৌঁছেই গ্রেপ্তার নওয়াজ শরীফ

দ্য রিপোর্ট ডেস্ক: দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম শরীফ। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে লাহোর এয়ারপোর্ট থেকে তাদের গেপ্তার করা হয়।

ডন জানিয়েছে,তাদের বহনকারী বিমানলাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালে দেশটির ন্যাশনাল একাউন্টাবিলিটি ব্যুরো(এনএবি) নওয়াজ শরীফ ও মরিয়মকে তাদের হেফাজতে নেয়।

এনএবির বেশকিছু সদস্য বিমানের ভেতর প্রবেশ করে অন্য যাত্রীদের বের হয়ে যেতে বলেন। এসময় তারা নওয়াজ ও মরিয়মের পাসপোর্ট জব্দ করেন।

এর আগে রাতপৌনে ৯টায় তাদের বহনকারী বিমানলাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়।

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট সম্পর্কিত দুর্নীতি মামলায় পাকিস্তানের একটি আদালত এই দণ্ডাদেশ দেন।

এছাড়াও তার মেয়ে মরিয়ম শরীফকে সাত বছর ও তার স্বামী ক্যাপ্টেন সাফদারকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

আদালতের রায়ের সময় লন্ডন ছিলেন বাবা-মেয়ে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তারা। জানান, তারা দেশে ফিরবেন এবং এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। অপেক্ষা ছিল কবে দেশে ফেরেন তারা। অবশেষে শুক্রবার দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা।

শুক্রবারইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট ইওয়াই২৪৩ তে করে আবুধাবি হয়ে লাহোরের পথে যাত্রা করেন তারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর