thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

নারায়ণগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

২০১৮ জুলাই ১৪ ০৯:১১:১৭
নারায়ণগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনি আক্তার নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছেন।

শুক্রবার (১৩ জুলাই) দিনগত রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মনি আক্তার স্থানীয় রুহুল আমিনের বাড়িতে ভাড়া থেকে সিদ্ধিরগঞ্জ ইপিজেটের ফ্যাশন সিটি গার্মেন্টে কাজ করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ জানান, দিনগত রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী শ্রমিককে কয়েক দিন আগেই তাকে হত্যা করে তার পরিচয়পত্র ও ঘরের ছবি নিয়ে পালিয়ে গেছেন স্বামী। এ বিষয়ে তদন্ত চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর