thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঝিনাইদহে অজ্ঞাত যুবকের লাশ

২০১৮ জুলাই ১৪ ১১:১৭:৫২
ঝিনাইদহে অজ্ঞাত যুবকের লাশ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পাওয়া গেছে।

শনিবার (১৪ জুলাই) সকালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। তবে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুলিশ বা রেল কর্তৃপক্ষ কেউ লাশটি উদ্ধার করেনি। লাশটির পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে।

স্থানীয়রা জানান, আগমুন্দিয়া গ্রামের রেললাইনের পাশে জঙ্গলের মধ্যে সকাল ৮টার দিকে স্থানীয় কৃষকরা লাশটি দেখতে পায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এবং মুখ ভারী কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। স্থানীয়রা ধারণা করছে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।

কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, বিষয়টি আমি জেনেছি। লাশ যেহেতু রেললাইনের পাশে তাই রেলওয়ে জিআরপি থানা উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর