thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

২০২২ সালের কাতার বিশ্বকাপের তারিখ চূড়ান্ত

২০১৮ জুলাই ১৪ ১১:২৯:৩২
২০২২ সালের কাতার বিশ্বকাপের তারিখ চূড়ান্ত

দ্য রিপোর্ট ডেস্ক : কাতারে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের তারিখ চূড়ান্ত করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ২০২২ সংস্করণ মাঠে গড়াবে নভেম্বরের ২১ তারিখ, যা এক মাসের কম সময়ের ব্যবধানে ডিসেম্বরের ১৮ তারিখে কোনো দলের ‘বিশ্বচ্যাম্পিয়নের তকমায়’ পর্দা নামবে। একইদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর দেশটির ‘জাতীয় দিবস’ও।

মস্কোতে শুক্রবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। তবে কাতার বিশ্বকাপে কয়টি দল অংশ নিবে তা নিশ্চিত করা যায়নি। কারণ এরইমধ্যে গুঞ্জন উঠেছে কাতার বিশ্বকাপের অংশ নিচ্ছে ৪৮ দল।

এ বিষয়ে তিনি বলেন, আগামী বিশ্বকাপে ৩২টি দলের ফরমেট নিয়ে আমরা এগোচ্ছি। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার ‘জায়গা’ রয়েছে।

জুন-জুলাইয়ে টুর্নামেন্টটি না হওয়ার বিষয়ে ফিফা প্রেসিডেন্ট বলেন, এ সময় সেখানে বেশ গরম পড়ে। তাই শীত মৌসুমে তা স্থানান্তর করা হয়েছে। নভেম্বর-ডিসেম্বরে খেলোয়াড়রা ভালোভাবে প্রস্তুত থাকবেন। বলা যায়, এটিই মৌসুমের শুরুর সময়।

এদিকে আয়োজক সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ৮টি স্টেডিয়াম প্রস্তুত রা হচ্ছে, যা হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। তাপমাত্রা হবে সহনীয়।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর