thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

কোবান-সোয়ানসি ম্যাচ ড্র

২০১৩ নভেম্বর ০৮ ১৭:৩৫:৫০
কোবান-সোয়ানসি ম্যাচ ড্র

দিরিপোর্ট২৪ ডেস্ক: অতিরিক্ত সময়ে কোবান ক্রেনসোডারের খেলোয়াড় ইব্রাহিমের করা গোলে ইউরোপিয়ান প্রিমিযার লিগে সোয়ানসি সিটির সাথে শুক্রবার রাতের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

৭৪ মিনিটে কোবান ক্রেনসোডারের হয়ে বদলী খেলোয়াড় হিসেবে খেলতে নামা সেনেগালের এই স্ট্রাইকারের করা একমাএ গোলটিই আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়ায়।

এর আগে ৯ মিনিটে ওয়েলফ্রাইড বনির করা গোলে এগিয়ে যায় সোয়ানসি সিটি। তারপর অবশ্য আর গোলের দেখা পায়নি তারা।

নির্ধারিত সময়ে কোবান গোল করতে না পারায় সোয়ানসির জয় সুনিশ্চিত ছিল। কিন্তু অতিরিক্ত সময়ে ইব্রাহিমের গোলটি তাদের অনন্দ মাটি করে দেয়।

চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শেষ অবস্থানে আছে কোবান। অপরদিকে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান রয়েছে সোয়ানসি সিটি। সমান ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ভেলেন্সিয়া।

দিরিপোর্ট২৪ ডেস্ক/এমআই/এএস/নভেম্বর ০৮, ২০১৩)

নভেম্বর ০৮, ২০১৩)
নভেম্বর ০৮, ২০১৩)
নভেম্বর ০৮, ২০১৩)
নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর