thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

চকরিয়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ কিশোর

২০১৮ জুলাই ১৪ ১৯:৪১:৫২
চকরিয়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ কিশোর

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পাঁচ কিশোর নিখোঁজ রয়েছে।

উদ্ধার করা হয়েছে মারুফুল ইসলাম জামিল নামের এক কিশোরকে। সে চকরিয়া গ্রামার স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনে কোনও ডুবুরি না থাকায় কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে দুটি ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান চলছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কিশোররা শনিবার দুপুরে মাতামুহুরী নদীর পাড়ে বালুচরে ফুটবল খেলছিল। এসময় তারা নদীতে গোসল করতে নামলে ছয়জন নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া কিশোররা সাঁতার জানতো না।

স্থানীয় লোকজন মারুফুল ইসলাম জামিল নামের এক কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়। এখনও বাকি পাঁচ কিশোর নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করতে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে দুটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

নিখোঁজদের মধ্যে আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের দুই ছেলের নাম পাওয়া গেছে। তাদের একজন এসএসসি পরীক্ষার্থী এরশাদ হোসেন ও অপরজন অষ্টম শ্রেণির ছাত্র মেহরাব হোসেন। অন্য তিন কিশোরের এখনও পরিচয় পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর