thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

মুন্সীগঞ্জে ফেরির সঙ্গে সি-বোটের সংঘর্ষে নিহত ১

২০১৮ জুলাই ১৫ ১১:৪৭:০৪
মুন্সীগঞ্জে ফেরির সঙ্গে সি-বোটের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ঘাটের অদূরে পদ্মায় ফেরির সঙ্গে সি-বোটের সংঘর্ষে সুফিয়া বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।

দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেব জালাল সর্দার নামের এক ব্যক্তি। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। গুরুতর আহত ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সুফিয়া বেগম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড় ইউনিয়নের একজন নারী মেম্বার। তার স্বামীর নাম সেলিম শেখ। নিখোঁজ জালাল সর্দার শ্রীনগরের কেয়টকালীর বাবর আলীর ছেলে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আরমান হোসেন জানান, রবিবার সকাল সোয়া ৯টার দিকে ২৬ জন যাত্রী নিয়ে একটি সি-বোট শিমুলিয়া ঘাট থেকে কাওড়াকান্দির উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ২ নম্বর ফেরিঘাট থেকে ফেরি বেলজিয়া ছেড়ে যাচ্ছিল। সি-বোটটি ২ নম্বর ঘাটে পৌঁছালে বেলজিয়া ফেরির সঙ্গে ধাক্কা লেগে ফেরির নীচে চলে যায় সি-বোটটি। এ সময় সুফিয়া বেগম নামের এক নারী নিহত হন। দুর্ঘটনায় জালাল সর্দার নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। গুরুতর আহত ছয়জনকে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর