thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

২০১৮ জুলাই ১৫ ১২:২৮:০৭
খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শান্তি জীবন চাকমা (৪০) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের সর্বস্বের পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শান্তি জীবন চাকমা একই গ্রামের রাঙ্গাচোখা চাকমার ছেলে।

শান্তি জীবন চাকমা জেএসএসের (এমএন লারমা) অঙ্গসংগঠন যুব সমিতির সক্রিয় সদস্য।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছেছে।

তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. হুমায়ন কবীর জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। শান্তি জীবন তখন নিজের বাড়িতে ছিলেন। সকালের দিকে তিনি ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা করে। তিনি পালিয়ে যাওয়ার সময় বাড়ির নিচে পাহাড়ের পাদদেশে তাকে গুলি করা হয়। পরে গলাকেটে হত্যা নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা জানান, এ ঘটনার সঙ্গে ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর