thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

চট্টগ্রামে পানির ট্যাংকে মা-মেয়ের লাশ

২০১৮ জুলাই ১৫ ১৮:০০:১৩
চট্টগ্রামে পানির ট্যাংকে মা-মেয়ের লাশ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর একটি নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংকের ভেতরে মা-মেয়ের লাশ পাওয়া গেছে।

রবিবার (১৫ জুলাই) দুপুরে খুলশী থানার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনোয়ারা বেগম (৯৪) ও মেয়ে সাবেক ব্যাংক কর্মকর্তা মেহেরুন্নেসা (৬৭)।

খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নির্মাণাধীন তিনতলা বাড়ির নিচতলায় থাকতেন মা ও মেয়ে। এ ছাড়া আর কেউ ওই বাড়িতে থাকেন না।

বাড়ির কয়েকটি স্থানে রক্তের দাগ পাওয়া গেছে। এ ছাড়া আলমিরাসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সম্পত্তির জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশ কর্মকর্তা জানান।

নিহতদের লাশ এখনও উদ্ধার করা হয়নি বলে জানান ওসি।

নিহতের আত্মীয় সেলিম বলেন, গতরাতেও তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে এর পর কি হয়েছে আমরা বলতে পারব না।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর