thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

উট বলছে বিশ্বকাপ জিতবে ক্রোয়েশিয়া

২০১৮ জুলাই ১৫ ১৮:২৬:৪২
উট বলছে বিশ্বকাপ জিতবে ক্রোয়েশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। রবিবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। সেমিতে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে স্বপ্নের ফাইনালে তারা। অন্যদিকে শক্তিশালী বেলজিয়ামকে টপকে ফাইনালে উঠেছে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

এ খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে উট ‘শাহিন’। শাহীনের মতে, বিশ্বকাপ জিতে ইতিহাস গড়বে ক্রোয়েশিয়া। ভিডিওতে দেখা যায়, উট শাহিন মাথা নুইয়ে ক্রোয়েশিয়ার পক্ষে রায় দিয়েছে।

গত বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জিতবে ক্রোয়েশিয়া বলে জানিয়েছিল উট শাহিন। সেই বাণীই হয়েছে সত্য।

এরআগের সেমিফাইনালেও বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্স জিতবে বলেছিল শাহীন। এবং তাই হয়েছে।

এমনকি নাইজেরিয়া-আর্জেন্টিনা ও ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচে উট শাহীনের কথা ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল।

তাছাড়া কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে বেলজিয়াম হারাবে ভবিষ্যৎবাণী করেছিল উট ‘শাহীন। তাও সত্য হয়েছিল।

বিশ্বকাপ নিয়ে শাহিন ভবিষ্যৎবাণী করে ফুটবলপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর