thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

শাহজালাল বিমানবন্দরের টার্মিনালে আগুন

২০১৮ জুলাই ১৫ ১৮:৪২:০২
শাহজালাল বিমানবন্দরের টার্মিনালে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দোতলার ডিপার্চার টার্মিনালের ইমিগ্রেশনের সামনে রবিবার বিকেলে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এখানে কোন অগ্নিশিখা দেখা যায়নি। তবে প্রচুর পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা ধোঁয়ার সূত্রপাত খোঁজার চেষ্টা করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিমানকর্মী জানান, বিকেলে হঠাৎ ইমিগ্রেশনের পাশে কয়েকটি কক্ষ ধোয়াচ্ছন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগ সবাইকে টার্মিনাল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেন। মুহূর্তের মধ্যে গোটা টার্মিনাল ফাঁকা হয়ে যায়। এ সময় হজযাত্রীসহ সিডিউল ফ্লাইটের বিপুল সংখ্যক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার উৎসস্থল খুঁজতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর