thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

প্রথমার্ধে ফ্রান্স ২-১ গোলে এগিয়ে

২০১৮ জুলাই ১৫ ২১:৫২:১৩
প্রথমার্ধে ফ্রান্স ২-১ গোলে এগিয়ে

দ্য রিপোর্ট ডেস্ক : জমজমাট লড়াইয়ে জমে উঠেছে ফ্রান্স-ক্রোয়েশিয়া শিরোপার লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে চলেছে খেলা। প্রথমে এগিয়ে গিয়েছিল ফরাসিরা। পরক্ষণেই সমতায় ফেরে ক্রোয়াটরা। ফের এগিয়ে যায় ’৯৮ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে বিরতিতে গেছে ফ্রান্স।

শিরোপার লড়াইয়ে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে নামে ফ্রান্স-ক্রোয়েশিয়া। আক্রমণাত্মক শুরু করে ক্রোয়াটরা। তবে খেলার স্রোতের বিপরীতে এগিয়ে যায় ফ্রান্স। ১৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে গ্রিজম্যানের ফ্রি কিকে মানজুকিচের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ক্রোয়েশিয়া।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়িয়েছিল ক্রোয়েশিয়া। ফ্রান্স শিবিরে মুহুর্মহু আক্রমণ হানছিল ক্রোয়াটরা। অবশেষে তাদের প্রচেষ্টা আলোর মুখও দেখে। ২৮ মিনিটে ইভান পেরিসিচের নিশানাভেদে সমতায় ফেরে ক্রোয়াটরা।

পরে অ্যাটাক-কাউন্টার অ্যাটাকে এগিয়ে চলে খেলা। এবার এগিয়ে যায় ফ্রান্স।

ফ্রান্স একাদশ : হুগো লরিস, বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে, স্যামুয়েল উমতিতি, লুকাস হার্নান্দেজ, পল পগবা, এন'গোলো কন্তে, করেনতিন তলিসো, কিলিয়ান এমবাপ্পে, আঁতোয়া গ্রিজমান ও অলিভিয়ের জিরু।

ক্রোয়েশিয়া একাদশ : দানিয়েল সুবাসিচ, সিমে ভারসালকো, দেজান লভরেন, দমাগোজ ভিদা, ইভান স্ট্রিনিচ, মার্সেলো ব্রোজোভিচ, লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, আন্তে রেবিচ, ইভান পেরিসিচ, মারিও মানজুকিচ।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর