thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

জমকালো আয়োজনে বিশ্বকাপ সমাপনী

২০১৮ জুলাই ১৫ ২৩:০৮:৫২
জমকালো আয়োজনে বিশ্বকাপ সমাপনী

দ্য রিপোর্ট ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়েই শুরু হয় রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। যেখানে পারফর্ম করেন অভিনেতা ফুটবলারসহ অগণীত তারকা। সেলিব্রেটিদের সঙ্গে গানের তালে ড্রাম বাজান বিশ্বজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো। ঠিক অনুষ্ঠানের শেষ মুহূর্তে মাঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে প্রবেশ করেন গত বিশ্বকাপ চাম্পিয়ন জার্মানির অধিনায়কি ফিলিপ লাম।

লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের এই উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ছোট ছোট অনেকগুলো ইলেক্ট্রনিক বোর্ড দিয়ে তৈরি করা হয় দারুণ এক জায়ান্ট স্ক্রিনের। যার মধ্যে তুলে ধরা হয় বিশ্বকাপের স্লাইড শো। তুলে ধরা হয় স্বাগতিক রাশিয়ার ঐতিহ্য।

অনুষ্ঠানের শুরুতেই গান গেয়ে মঞ্চ মাতিয়ে তোলেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে পপ ব্যান্ড ‘ইএক্সও’। এরপর উইল স্মিথ আর নিকি জ্যামের পরিবেশনা চলতে চলতেই ইলেক্ট্রনিক বোর্ডের মাধ্যমে ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের খেলোয়াড়দের প্রতিকৃতি।

একিবারে শেষ দিকে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড ইএক্সও’র সঙ্গে ঢোলের বাধ্যে সাম্বা ছন্দের অবতারণা করেন বিশ্বজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো। জনপ্রিয় অপেরা সঙ্গীত পরিবেশন করেন দক্ষিণ কোরিয়ান ব্যান্ডটি।

এরপর বিশ্বকাপের ট্রফি উন্মোচন বরেন ২০১৪ বিশ্বকাপজয়ী দল জার্মানির অধিনায়ক ফিলিপ লাম।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর