thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

২০১৮ জুলাই ১৮ ০৮:১৪:৩১
ঝিনাইদহে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভাতুরিয়া গ্রামে র‌্যাবের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম ওরফে পচা (৪৩) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, হাসুয়া ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে টাকার পরিমাণ জানায়নি র‌্যাব।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ গণমাধ্যমকে জানান, একদল ডাকাত সদস্য ওই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, র‌্যাবের কাছে এমন খবর আসে। ওই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষের গুলি বিনিময়ে ডাকাত আমিরুল গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর