thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

২০১৮ জুলাই ১৮ ০৮:৩০:১৮
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সিলেট প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহমান (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাথিউরা খলাগ্রাম ২ নং পুলের মুখ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর রহমান খলাগ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী জামাল উদ্দিনের একমাত্র ছেলে ও সিলেট কমার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল চালিয়ে পৌর শহরে আসার পথে পথিমধ্যে ঘটনাস্থলে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর অহত হন আব্দুর রহমান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি গণমাধ্যমকে জানান, আব্দুর রহমান সিলেট কমার্স কলেজে এবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হন। মঙ্গলবার সন্ধ্যায় সে সিলেট থেকে বাড়ি ফিরে। মোটরসাইকেল চালিয়ে পৌর শহরে আসার পথে দুর্ঘটনায় মারা যায়। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলো। দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর