thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

খিলগাঁওয়ে শিশুর ইটের আঘাতে শিশু নিহত

২০১৮ জুলাই ১৮ ০৯:৪৮:৩২
খিলগাঁওয়ে শিশুর ইটের আঘাতে শিশু নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে এক শিশুর ইটের আঘাতে আরেক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম আলামিন হোসেন মুন্না (১০)।

মঙ্গলবার (১৭ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় তাকে আঘাত করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, নিহত মুন্নার সঙ্গে ১০-১২ দিন আগে এলাকার সিজান (১২) নামে এক শিশুর মারামারি হয়। এর জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় হাশেম মোল্লার নির্মাণাধীন বাড়িতে মুন্নাকে ডেকে নেয় সিজান। পরে ওই বাড়ির তৃতীয়তলায় তাকে ইট দিয়ে মাথা, নাক ও মুখে আঘাত করে। এ ঘটনায় শিশু সিজানকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর