thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

শাহবাগে বাসের ধাক্কায় গাড়ি চালক নিহত

২০১৮ জুলাই ১৮ ১২:৫৪:০১
শাহবাগে বাসের ধাক্কায় গাড়ি চালক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহবাগ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওমর ফারুক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে শাহবাগ ফুল দোকানের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ওমর ফারুক চাঁদপুর মতলব থানার মৃত আ. সামাদের ছেলে। ঢাকায় বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের এক চিকিৎসকের গাড়ি চালক ছিলেন।

নিহত ফারুকের আত্মীয় স্বপ্না বেগম গণমাধ্যমকে জানান, বুধবার সকালে চোখের চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে আসছিলেন মনুজা। তাদের রিসিভ করার জন্য শাহবাগ মোড়ে দাঁড়িয়ে ছিলেন ফারুক। মোড়ে দাঁড়িয়ে দূর থেকে তাদের বহনকারী বাসটি দেখে এগিয়ে গেলে অন্য একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১ দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহেদ জানান, শাহবাগ মোড়ে যাত্রীবাহী মেসকাত পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন ফারুক। ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর