thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট 25, ২৭ শ্রাবণ ১৪৩২,  ১৭ সফর 1447

গাজীপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

২০১৮ জুলাই ২১ ১০:৫৮:১২
গাজীপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ মৌচাক এলাকায় গোলবার শেখ (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক খুন হয়েছেন।

শনিবার (২১ জুলাই) সকালে পুলিশ গোলবার শেখের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের তেতুলিয়া এলাকায়।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম গণমাধ্যমকে জানান, উপজেলার কলাবাঁধা এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন গোলবার শেখ। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে কোনো এক সময় ছিনতাইকারীরা গোলবারকে মাথায় আঘাত করে খুন করেন। পরে লাশ দক্ষিণ মৌচাক এলাকায় ফেলে রেখে তার রিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা ওই এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শনিবার সকালে তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর