thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বীরগঞ্জে নদীতে নেমে প্রাণ গেল দুই কিশোরের

২০১৮ জুলাই ২১ ১৮:২০:৩০
বীরগঞ্জে নদীতে নেমে প্রাণ গেল দুই কিশোরের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। পৌর শহরের ঢেপা নদীর স্লুইস গেট এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল- মো. রাজু (১৬) ও মো. জাহিদুল ইসলাম জাহিদ (১৭)।

রাজু বীরগঞ্জ পৌর শহরের সেন্টার পাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। জাহিদুল ইসলাম জাহিদ একই এলাকার পোস্ট অফিস মোড়ের ইনসান আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. আলম হোসেন জানান, দাবদাহের কারণে দুপুর সাড়ে ১২টায় পাঁচ কিশোর বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদীর স্লুইজ গেটে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তিন কিশোর পানি থেকে উপরে উঠে আসলেও রাজু ও জাহিদুল ইসলাম জাহিদ নামে দুই কিশোর পানির স্রোতে তলিয়ে যায়।

তিনি জানান, এ সময় উপরে উঠে আসা তিন কিশোরের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। পরে তাদের সঙ্গে নৌকা নিয়ে যোগ দেয় স্থানীয় জেলেরা।

দুপুর দুইটায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. মোর্শেদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ উদ্ধার কাজে যোগ দিলে দুপুর দুইটা ৩৫ মিনিটে দুই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বলে জানান আলম হোসেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাহামুদুল হাসান পলাশ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভীন নদীতে ডুবে দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর