thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঢাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

২০১৮ জুলাই ২২ ০২:৫৬:১৯
ঢাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নির্মাণাধীন সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন থেকে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার দুই শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: মাইদুল ইসলাম (২৬) ও স্বপন মিয়া (২৪)। মাইদুলের বাড়ি রংপুর এবং স্বপনের গ্রামের বাড়ি পাবনা জেলায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনটি আট তলা থেকে দশ তলা বর্ধনের কাজ চলছিলো। মাইদুল ও স্বপন বর্ধিত দশ তলায় বাইরে মাচাং বেঁধে দেয়াল আস্তরণের কাজ করছিলেন। এসময় মাচাংয়ের দঁড়ি ছিড়ে নিচে পড়ে তারা গুরুতর আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার বলেন, এ ঘটনায় হলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে হল কর্তৃপক্ষ কাজ করছে। এতে নির্মাণাধীন প্রতিষ্ঠানের যদি কোনো ত্রুটি থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন: হলের প্রাধ্যক্ষ বিষয়টি আমাকে অবহিত করেছেন। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে পক্ষেরই ত্রুটি থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২২,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর