thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রংপুরে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৩

২০১৮ জুলাই ২২ ০৯:৪২:১৭
রংপুরে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৩

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

রবিবার (২২ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী উপজেলার কিশোরগঞ্জ উপজ্রলার উত্তর সিঙ্গেরগারি গ্রামের বাসিন্দা সাজু মিয়া (৩৫), চান মিয়া (৩০)। বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঠাকুরগাওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস রংপুর নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয় এবং ৭ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও একজন মারা যায়। আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।

তারাগজ্ঞ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নওশাদ জানান, হাজিরহাট মন্থনা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর