thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

২০১৮ জুলাই ২২ ১০:৪৯:০৮
সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

দ্য রিপোর্ট ডেস্ক : টেস্ট সিরিজে শোচনীয় পরাজয়ের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের জন্য আশারবাণী হচ্ছে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দলে ফেরা। স্ত্রীর অসুস্থতার কারণে ওয়ানডে সিরিজে যোগ দেয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। কিন্তু সব শঙ্কা কাটিয়ে দলের সঙ্গে যোগ দেন তিনি। তার নেতৃত্বেই একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পায় বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টেলিভিশন ও চ্যানেল নাইন।

টানা পরাজয়ে বিপর্যস্ত বাংলাদেশ এ ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায়। বেরুতে চায় পরাজয়ের বৃত্ত থেকে। ২০১৪ সালে ক্যারিবীয়দের মাঠ থেকে বাংলাদেশ দুঃস্মৃতি নিয়েই সফর শেষ করেছিল। সে সময় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২৮টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ক্যারিবীয়রা জয় পেয়েছে ১৯টি ম্যাচে আর বাংলাদেশ জয় পেয়েছে ৭টি ম্যাচে। বাংলাদেশ ক্যারিবীয়দের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিল ২০১৪ সালের ২৫ আগস্ট সেন্ট কিটসে। যেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯১ রানে পরাজিত হয়।

বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড
তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর