thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

খালাস চেয়ে খালেদার আপিল শুনানি দুপুরে

২০১৮ জুলাই ২২ ১২:৪৫:৩৯
খালাস চেয়ে খালেদার আপিল শুনানি দুপুরে

দ্য রিপোর্ট প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে করা তার আপিলের ওপর রবিবার (২২ জুলাই) দুপুর ২টায় শুনানি হবে।

সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের রবিবারের কার্যতালিকায় মামলাটি ১৩ নম্বরে রাখা আছে। ষষ্ঠ দিনের মতো মামলাটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আপিল শুনানি হবে।

পঞ্চম দিনের শুনানি নিয়ে গত ১৮ জুলাই মুলতবি আদেশ দেন আদালত। ওইদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আবদুর রেজাক খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ড দেন বিচারিক আদালত। এরপর থেকে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

ইতোমধ্যে নিম্ন আদালতের দেয়া সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল ছাড়াও জামিন আবেদন করেছেন খালেদা জিয়া।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ হাইকোর্ট থেকে চার মাসের জামিন পান তিনি, যা আপিল বিভাগে বহাল থাকে। এরপর জামিনের মেয়াদ বাড়াতে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে জামিনের মেয়াদ বাড়িয়ে ২৬ জুলাই করা হয়েছে। তবে অন্য মামলায় গ্রেফতার থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর